গতকাল ২৪ জুন ২০২৪ খ্রিঃ তারিখ দুপুর আনুমানিক ১২:৪৫ মিনিটের সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মোড়স্থ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে ০৫ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যাক্তিদের নাম ১/ মোঃ আবু হানিফ (৩৫), পিতা: মৃত আবু তাহের, সাং: পশ্চিম বাড়িয়াখালী, থানা: মিরসরাই, জেলা: চট্টগ্রাম, ২/ মোঃ আবুল বাশার (৪০), পিতা: মৃত আব্দুল বারেক, সাং: কাজলা দক্ষিনপাড়া, থানা: যাত্রাবাড়ী, ঢাকা, ৩/ মোঃ জসিম খান (৩৫), পিতা: মৃত হাসিম খান, সাং: দক্ষিন কড়ইতলি, থানা: ফরিদগঞ্জ, জেলা: চাঁদপুর, ৪/ মোঃ ইসমাইল হোসেন জনি (৪৪), পিতা: বাচ্চু মিয়া, সাং: ত্রিমোহনী স্কুলবাড়ী, থানা: খিলগাঁও, ঢাকা, ৫/ মোঃ আকাশ (৫০), পিতা: মৃত জায়েদ আলী, মাতা: মৃত আসিয়া খাতুন, সাং: শেখদী, থানা: যাত্রাবাড়ী, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৫,৮০০/- (পাঁচ হাজার আটশত) টাকা এবং ০২ (দুই) টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
এছাড়া গতকাল ২৪ জুন ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক সন্ধ্যা ০৭.৩৫ মিনিটের সময় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখরা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে ০২ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত ব্যাক্তিদের নাম ১/ মোঃ ইউসুফ বেপারী (৪০), পিতা: মৃত মোকছেদ বেপারী, সাং: নীমতলী, থানা: সিরাজদিখান, জেলা: মুন্সিগঞ্জ, ২/ রাসেল (২৭), পিতা: আব্দুল কাদের, সাং: উত্তর দিঘলিয়া, থানা: ভোলা সদর, জেলা: ভোলা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৩,৩৯০/-(তিন হাজার তিনশত নব্বই) টাকা এবং ০২ (দুই) টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় এবং পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।