• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ
ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সংস্কারের ট্যাবলেট কাজে আসবে না: সাইফুল হক আগে জাতীয় নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল যে নৌকা ডুবে গেছে তা আর কখনও ভাসবে না: হাসনাত আবদুল্লাহ রাতেই সব জিম্মিকে না ছাড়লে নরকে পরিণত হবে গাজা: ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না: আলী রীয়াজ ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েও একটি পক্ষ সুবিধা করতে পারেনি: ইউনূস তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়: পার্থ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই চেষ্টা করব: প্রধান উপদেষ্টা ‘জুলাই চার্টারের’ ওপর নির্ভর নির্বাচন: প্রেস সচিব

কুমিল্লা রিজিয়নে মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

কুমিল্লা জেলা প্রতিনিধি:- / ৪৭ Time View
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪

মঙ্গলবার (২৫ জুন ২০২৪) তারিখে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা এলাকায় মহাসড়কে অবস্থান করে পুলিশ অফিসার ও ফোর্সের প্রয়োজনীয় ব্রিফিং শেষে বিশেষ অভিযানের নের্তৃত্ব প্রদান করেন এবং অদ্য সকাল ৬টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে কুমিল্লা রিজিয়নের ২২ থানার অফিসার ও ফোর্স কর্তৃক সংশ্লিষ্ট হাইওয়ে থানা এলাকায় বিশেষ অভিযানে মোতায়েন থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রয়োগ করে ২৬৯টি প্রসিকিউশন দেওয়া হয়।এর মধ্যে স্পিড গান ব্যবহার করে ওভার স্পিডের ৮৭ ধারায় ৬৭টি এবং অন্যান্য ধারায় ২০২টি প্রসিকিউশন দেওয়া হয়।

এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম বলেন, স্বস্তির ও আনন্দের ঈদ যাত্রা উপহার দিতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন মহাসড়কে সদা জাগ্রত থেকে যে ভাবে দায়িত্ব পালন করেছে, ঠিক একই ভাবে দুর্ঘটনা প্রতিরোধে ঈদের পরেও হাইওয়ে পুলিশ মহাসড়কে থেকে আন্তরিক ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি এ সময় সরকার নির্ধারিত গতিসীমার মধ্যেই গাড়ি চালানো এবং মহাসড়কে সতর্ক ভাবে, সাবধানে এবং দায়িত্ব নিয়ে গাড়ি চালানোর জন্য সংশ্লিষ্ট সকল ড্রাইভারদের প্রতি অনুরোধ জানাচ্ছেন।

মূলত ঈদের পরবর্তী দিনগুলোতে মহাসড়কে গাড়ির চাপ কম থাকার কারণে মহাসড়ক গুলো ফাঁকা থাকে। এই সুযোগ মোটরসাইকেল, প্রাইভেট কার, জীপ, বাসসহ অন্যান্য গাড়ি গুলো দ্রুত গতি বা বেপরোয়া গতিতে চালানোর প্রবনতা লক্ষ্য করা যায়। ফলশ্রুতিতে ঈদ পরবর্তীতে প্রায়ই গাড়ি গুলো দুর্ঘটনায় কবলিত হয়ে মানুষ মারা যায় ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়। এই বিষয়টি মাথায় রেখে সরকার নির্ধারিত গতিসীমার মধ্যেই গাড়ি চালানো নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ২২ থানা কর্তৃক স্পিড গান ব্যবহার করে প্রসিকিউশন দেওয়া হচ্ছে। এই ধরনের অভিযান হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পক্ষ থেকে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ভাষা পরিবর্তন করুন »