অপহরন মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী মনির কাজী’কে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০
গতকাল ০১ জুলাই ২০২৪ ইং তারিখ দুপুর ১২.১৫ মিনিটের সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন সংগীত কলেজের সামনের এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সেশন-৩৪০/১৪, জিআর-১১৮/০৮ (আগৈলঝাড়া), তারিখ-২৩/১১/২০২১ খ্রিঃ, ধারা পেনাল কোড ১৮৬০ এর ৩৬৪/৩৮৭; অপহরণ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ মনির কাজী (৪৩), পিতা-কাজী মোঃ হাবিবুর রহমান,সাং-নাঠৈ, থানা-গৌরনদী, জেলা-বরিশাল গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।