র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার মামলা নং-৩১(০৬)০২, জিআর-২৪৮/০২, পেনাল কোড-১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল গাফ্ফার চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন দারুল আমান আবাসিক এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০১ জুলাই ২০২৪ ইং তারিখে আনুমানিক ০১১০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আব্দুল গাফ্ফার (৪৮), পিতা-মৃত সাহাব মিয়া, সাং-লারপাড়া, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে এবং তার অন্যান্য সহযোগীরা গত ৩০ জুন ২০০২ ইং তারিখে কক্সবাজার জেলার সদর থানাধীন বাস ষ্টেশন এলাকায় চাঁদা আদায়কালে ভিকটিম মোঃ আখতার হোসেন চাঁদা দিতে অসম্মতি জানালে ভিকটিমকে হত্যার হুমকি প্রদান করে। পরবর্তীতে ০১ জুলাই ২০০২ ইং তারিখে আসামি আব্দুল গাফ্ফার এবং তার অন্যান্য সহযোগীরা চাঁদা না দেয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ভিকটিম আখতার হোসেনকে গুলি করে হত্যা করে। গ্রেফতারকৃত আসামি আব্দুল গাফ্ফার আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২২ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল এবং সর্বশেষ চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় অবস্থান করে আসছিল বলে জানায়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।