কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা কর্তৃক গত ০২/০৭/২০২৪খ্রিঃ রাত ২৩.৪৫ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে এসআই(নিঃ)/নাজিম উদ্দিন ভূইয়া ও সঙ্গীয় ফোর্স চৌদ্দগ্রাম থানা এলাকায় রাত্রীকালীন অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের নিমিত্তে বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে আলকরা ইউনিয়নের পদুয়া বাজারের পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে একটি কাভার্ডভ্যান আসতে দেখে থামানোর সংকেত দেয়। এমতাবস্থায় কাভার্ডভ্যান এর চালক এবং হেলপার পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি বন্ধ করে পালানোর চেষ্টাকালে জনগন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী ১। বাবুল সিকদার ড্রাইভার (৪০), ২। মোঃ সাদেক হেলপার (৩৪)দ্বয়কে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় জনগনের উপস্থিতিতে কাভার্ডভ্যানটি তল্লাশি করে কাভার্ডভ্যানের ভেতর হতে ৭২০ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তাঁরা গাড়িযোগে ফেন্সিডিল আমানগন্ডা কবরস্থানের সামনে থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে ফেন্সিডিল ও কাভার্ডভ্যানটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলা নং-০৭, তারিখ-০৩/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪১ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:-* ১। বাবুল সিকদার (ড্রাইভার) (৪০), পিতা-আব্দুর রহমান সিকদার, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-বড় বয়রা, থানা-সোনাডাঙ্গা, কেএমপি, খুলনা, ২। মোঃ সাদেক হেলপার (৩৪), পিতা-মোঃ কাশেম, মাতা-রোকসানা বেগম, সাং-চরপাড়া, থানা-পতেঙ্গা, সিএমপি, চট্টগ্রাম। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল সেটও উদ্ধার করা হয়।