ঢাকার কেরাণীগঞ্জ এলাকা হতে ৬৪ বোতল ফেনসিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল ০৬ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০৯:৩০ মিনিটের সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন বামনসুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১,৯২,০০০/- (এক লক্ষ বিরানব্বই হাজার) টাকা মূল্যমানের ৬৪ (চৌষট্টি) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাব্বি শেখ (২৯), পিতা-মোঃ ইসমাইল শেখ, সাং-চাষীড়ী, ইউনিয়ন-আউশাহী, থানা-টংগীবাড়ী, জেলা-মুন্সীগঞ্জ বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।