পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পঁচিশ গ্রাম গাঁজাসহ আরিফ খান রাকিব (২৭) নামের এক যুবক”কে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি পৌর শহরের কবির খানের ছেলে।
থানাসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় সরকারি কলেজের পিছনে লক্ষিপুরা গ্রামের ব্রীজের সংলগ্ন রাস্তার উপর থেকে তাকে আটক করেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জনান, অভিযুক্তের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্র আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।