• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

কুমিল্লা সদর দক্ষিন পুলিশের অভিযানে ০৯ ডাকাতি মামলার ২ আসামীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:- / ৪২ Time View
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

গত কয়েকদিন যাবৎ কুমিল্লা সদর দক্ষিন থানার আওতাধীন ভিবিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটে।
গত ০৩ জুন গভীর রাতে ১.৩০ মিনিটের কুমিল্লা সদর দক্ষিন মডেল থানাধীন রামচন্দ্রপুর আব্দুল হামিদের বাড়িতে ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
উক্ত ঘটনায় আব্দুল হামিদ বাদী হয়ে ৩০/০৬/২৪ তারিখে সদর দক্ষিণ মডেল থানায় একটি ডাকাতি মামলা করে। মামলা নং -১৩ ধারা ৩৯৫ / ৩৯৭, মামলা রুজু করা হয়।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ভূঁইয়ার নির্দেশে এবং সার্বিক দিকনির্দেশনায় একটি চৌকস টিম গঠন করা হয়। ০৮ জুলাই, মামলার তদন্তকারী অফিসার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে মামলায় সাথে জড়িত ০২ জন আসামীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো ১। বাঙ্গরা বাজার থানার হাটাশ (বড় মসজিদ ওয়ালা হাজী বাড়ী) এলাকার আব্দুল বারেক এর ছেলে জীবন মিয়া জিবু(৪৫), জেলাঃ কুমিল্লা, ২। চান্দিনা থানার পানিপাড়া গ্রামের (ঈদগাহ বাড়ি সংগলগ্ন মিজানুর রহমানের ছেলে আল-আমিন(৩৪), জেলা কুমিল্লা।

পুলিশ জানায় তাদেরকে জিজ্ঞাসাবাদে ২ জন আসামী জানায় তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় দুর্ধর্ষ ডাকাত। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে উক্ত আসামীদ্বয় বর্ণিত মামলার ডাকাতির ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে। সদর দক্ষিন মডেল থানার পুলিশ আরও জানায় যে, গ্রেফতারকৃত আসামী জীবন মিয়া জীবু ডাকাতের বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ডাকাতি মামলা সহ ০৯টি মামলা রয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন ডাকাতদের ধরতে উক্ত অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ভাষা পরিবর্তন করুন »