চট্টগ্রামের সীতাকুন্ড থানার দুর্ধর্ষ ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ কামাল পারভেজ’কে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-০৭।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার মামলা নং-১৩(০২)২০২০, ধারা-৩৯৯/৪০২ দ্য পেনাল কোড, ১৮৬০ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ কামাল পারভেজ চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন নেভাল-২ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ০৯ জুলাই ২০২৪ইং তারিখ আনুমানিক ০৫.৩০ মিনিটের সময় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ কামাল পারভেজ, পিতা-আবুল হোসেন প্রকাশ হোসেন সওদাগর, সাং-চৌধুরী পাড়া, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার নিকট হস্তান্তর করা হয়।