মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল ০৯ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ দুপুর আনুমানিক ০১:৩০ মিনিটের সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন কোনাখোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানী ঢাকার তেজগাঁও থানার মামলা নং-০৮(১২)১৮, তারিখ-০৫/১২/২০১৮ ইং ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০ (গ); উক্ত মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী মোঃ আলাউদ্দিন (৪৫), পিতা-মৃত-আয়নাল হক, সাং-শুভাঢ্যা পূর্বপাড়া, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর আদালত হতে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায়। আসামী গ্রেফতারের পূর্বে ঢাকার কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।