জাতীয়তাবাদী কৃষক দল ঝালকাঠি জেলা শাখার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মো: তকদীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহ মো: মনিরুর রহমান । প্রধান বক্তা ছিলে জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক সাবেক ভিপি মো: শফিকুল ইসলাম শফিক, সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম মহাসিন আলম, সমবয় বিষয়ক সহ সম্পাদক কৃষিবিধ সিরাজুন্নবী মামুন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র অন্যতম সদস্য (দফতরের দায়িত্ব) এ্যাড. মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: রবিউল হোসেন তুহিন, জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি উপাধ্যক্ষ আর.আই বাচ্চু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল হক টুটুল ও সদর উপজেলার সদস্য সচিব মো: হাফিজুর রহমান হাফিজ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: কবির হোসেন, প্রচার সম্পাদক মো: ইয়াসিন, নলছিটির কৃষক দল নেতা মো: মজিবর রহমান, হাজী শামীম, মো: শহিদুল ইসলাম খোকন, মোঃ হেলাল, সুইট, মো: কামাল হোসেন প্রমুখ। কোরআন তেলোয়াত করেন নলছিটি পৌরসভার ৫নং ওযার্ডের সভাপতি মাও: মো: জাহাঙ্গরি হোসেন। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার সুব্যবস্থার দাবী জানান। তারেক জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশে গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরিয়ে এনে নির্দলীয় নিরপেক্ষক সরকারের অধীনে নির্বাচন দাবী করেন।