১৬জুলাই (চট্টগ্রাম) বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন- বিকেএ এর চট্টগ্রাম বিভাগ ও মহানগরে কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম উপরোক্ত কথা বলেন। তিনি গতকাল ১৫ জুলাই সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে এম নজরুল ইসলাম খানের সভাপতিত্বে মো:আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম মহানগর এর সম্মানিত পিপি এডভোকেট আব্দুর রশিদ।
উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন- বি কেএ’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল ইসলাম,এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চসিক আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী, পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর বাবু পুলক খাস্তগীর। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক হেলাল উদ্দিন হেলাল, বাবু সুনীল কুমার বিশ্বাস।
এতে বক্তব্য রাখেন মোঃ ছৈয়দুল আজাদ,মোহাম্মদ বাবলু,মোহাম্মদ আফছার উদ্দিন, আব্দুল জব্বার, মোঃ আলতাফ হোসেন,মো. রফিকুল ইসলাম মল্লিক,শাহনাজ ইসলাম,সাজ্জাদুল করিম খান, শামসুল আবেদীন সবুজ, মঞ্জুশ্রী সেন, জান্নাতুল মাওয়া,মো. হানিফ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, সৃজনশীল পদ্ধতি ও শিক্ষাই গুণগত মান এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকারের আমলে অনেক অগ্রগতি হয়েছে।এর সুফল ধরে রাখতে কিন্ডারগার্টেন স্কুলের প্রশংসা করেছেন।