উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১২, তারিখ- ০৯ জুলাই ২০২৪ইং, ধারা- ৩০২/৩৪ দ্য পেনাল কোড, ১৮৬০। র্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় ৩নং পলাতক আসামি মোঃ মামুন চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব ষোলশহর বাদামতলা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক গত ১৫ জুলাই ২০২৪ইং তারিখ আনুমানিক ০৯.৪০ মিনিটের সময় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ মামুন (২৫), পিতা- মৃত ফরিদ আহাম্মদ মৌলভী, সাং- মৈশামুড়া, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় ৩নং পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে মামলা দায়ের এর পর হতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।