লালপুর (নাটোর) প্রতিনিধি: বৃষ্টিকে উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে সারা দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবিতে ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করেছে লালপুরের বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী ও সাধারণ জনতা।
শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার বিলমাড়িয়া বাজারে বিভিন্ন জায়গা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা সমবেত হয়। বিলমাড়িয়া বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে লালপুরের দিকে অগ্রসর হয়ে মোমিনপুর ঝাপরা-বটতলায় এসে শেষ হয় বিক্ষোভ মিছিল । এসময় শিক্ষার্থী ও সাধারণ জনতাদেরকে তাদের দাবিগুলো নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ বলেন, তারাও শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালন করেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত ছিলো। কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।