ঝালকাঠি জেলা কৃষকদলের পক্ষ থেকে আইনজীবি সমিতির সভাপতি শাহাদাৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (১২ আগষ্ট) সকালে আইনজীবি সমিতির কার্যালয়ে ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মো: তকদীর হোসেনের নেতৃত্বে সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাদেকুল ইসলাম সাদেক, মো: হুমায়ূন কবীরসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. মো: মাহেব হোসেন, সহসভাপতি এড. মোঃ নুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মুঃ কামরুল আহসান খান, এড. বিএম আমিনুল ইসলাম প্রমুখ।