ফরিদপুরে নগরকান্দা উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২/০৮/২৪ সোমবার বিএনপি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর চির চেনা রূপে ফিরেছে দলটি এমন মন্তব্য করেন বি এন পির নেতা কর্মীরা।
বেলা বাড়ার সাথে সাথে নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ঝাঁকে ঝাঁকে মিছিল নিয়ে আসে বিএনপির নেতাকর্মীরা। মুহূর্তে জনসমুদ্রে পরিনত হয় বিএনপির শান্তি সমাবেশ টি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। এ সময় প্রধান অতিথি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আজ আপনার স্বাধীন হতে পেরেছেন, স্বাধীন ভাবে চলতে পারছেন, কথা বলতে পারছেন আপনাদের উচ্ছ্বাস ও স্বতস্ফূর্ত উপস্থিতি আমাকে মুগ্ধ করছে তবে আমাদের পিছনে কথা মনে রাখতে হবে।
মনে রাখতে হবে যে আওয়ামী সরকার আমাদের কোনঠাসা করে রেখেছিল
তিনি আরও বলেন বিচক্ষন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে তাই আমরা প্রথমে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।তিনি এসময় শহীদ আবু সাঈদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করেন।তিনি উপস্থিত নেতাকর্মী এবং জনতার উদ্দেশ্য বলেন আপনারা কখনো আইন নিজের হাতে তুলে নিবেন না।
এমন কিছু করবেন না যাতে আমাদের বদনাম হয়।তিনি আরও বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জান মাল রক্ষায় কাজ করতে হবে কারও স্বাধীনতায় বিঘ্ন ঘটাবেন না।তিনি পুলিশ বাহিনী কে বলেন আপনারা গনতান্ত্রিক দেশের সেবায় নিয়োজিত জনগণের জানমাল রক্ষা আপনাদের কাজ করতে হবে এই কথাটা মনে রাখবেন।