গুম, খুন ও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রাজধানীর থানায় থানায় অবস্থান কর্মসূচীও পালন করে তারা।
বুধবার (১৪ আগস্ট) সকালে মালিবাগ মোড়ে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশকে বিপদে রেখে কখনো পালিয়ে যাননি বরং শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন।
বিদায়ী সরকার দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে মন্তব্য করেন নেতারা। এদিকে রাজধানীর উত্তর বাড্ডায় অবস্হান কর্মসূচী শেষে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
নেতারা বলেন, আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসনের কারণে দেশের মানুষ অতিষ্ঠ ছিলো। র্যাব এবং পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে তারা।
হেফাজতের সমাবেশে গণহত্যা, বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাদের হত্যাসহ বিগত সরকার যেসব অপকর্ম করেছে তার সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবি জানান মহানগর নেতারা।