• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

ইপিজেড মোড়ে গার্মেন্টস শ্রমিক সংহতি ও গণসংহতি আন্দোলনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি / / / ৪৫ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার বিরোধী আন্দোলনে নিহতের স্মরণ ও সুষ্ঠু বিচারের দাবিতে নগরীর ইপিজেড থানাধীন বে শপিং সেন্টার চত্বরে ইপিজেড থানা গার্মেন্টস শ্রমিক সংহতির
সভাপতি ও শ্রমিক নেতা মোঃ
সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণসংগতি আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমি ।

গতকাল শুক্রবার (১৬আগষ্ট) বিকেলে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন আসাদুজ্জামান মুক্তিয়ার ও শহীদ শিমুল ,গার্মেন্টস শ্রমিক সংহতির চট্টগ্রাম জেলার সমন্বয়কারী মিজানুর রহমান চৌধুরী।
সভা সঞ্চালনা করেন গার্মেন্টস শ্রমিক সংহতির ইপিজেডে শাখার সদস্য সচিব মোহাম্মদ কামাল।

প্রধান অতিথির বক্তব্যে হাসান মারুফ বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য বিগত ফ্যাসিবাদ আওয়ামী সরকারের সকল এমপি,মন্ত্রী ও নেতাকর্মী এবং অনৈতিক কর্মকান্ডে জড়িতদের কঠিন শাস্তির আওতায় আনতে জোর দাবি জানান। তিনি আরো বলেন, বিগত সময়ে চরম বৈষম্যের শিকার হওয়া শ্রমিক কর্মচারীদের ন্যূনতম মজুরি, উৎসব ভাতা, ওভারটাইম স্কেল এবং বেতন কাঠামো পূর্ণ নির্ধারণ সহ শ্রম আইন বাস্তবায়ন করতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। তিনি বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে সকল শ্রমিক নিহত -আহত হয়েছে তাদের খোঁজ খবর নিয়ে প্রকৃত অর্থে সহায়তা প্রদানের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।
পরে এক বিক্ষোভ মিছিল ইপিজেড মোড় থেকে শুরু হয়ে সল্টগোলা ক্রসিং এলাকায় গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ভাষা পরিবর্তন করুন »