• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে ইপিজেডে বৃক্ষরোপণ

চট্টগ্রাম প্রতিনিধি / / / ৪৮ Time View
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে ইপিজেডে ৫০টি ফলজ বৃক্ষ রোপণ করেছে ছাত্র- জনতার একাংশ। রবিবার বিকেলে ক্রিড়াবিদ ও সাংবাদিক বাবুল হোসেন বাবলা গাছের চারা রোপনের মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সমাজ কর্মী হাসান রিফাত, মোঃ সোহেল আরমান,নবী হোসেন রাজু,নিশান,ইপ্তি, আরিফ,শুক্কুর,আসিফ প্রমুখ ।
ছাত্ররা জানান, শহীদ আবু সাঈদের বাবার দাবি অনুযায়ী আমরা ভাস্কর্য না বানিয়ে তাদের স্মরণে বৃক্ষরোপণ ও জনসেবামূলক কাজ করে যাচ্ছি। আমাদের কাজের মাধ্যমে সব সময় শহীদদের স্মরণ করে রাখতে চায় এবং শহীদদের স্মরণে নগরীকে সবুজায়ন করতে চায়।

এসময় সাংবাদিক বাবলা বলেন, ধীরে ধীরে আমাদের সমাজটাকেও সংস্কার করতে হবে, এর জন্য সবার আগে আমাদের পরিবেশ ঠিক করতে হবে। পরিবেশ ঠিক থাকলেই আমরা সুন্দর চিন্তা করতে পারবো বলে আমার মনে হয়। আর আমরা জানি, পরিবেশ ঠিক রাখতে আমাদের দরকার বেশি বেশি গাছ লাগানো। একটি সুন্দর, মনোরম, শীতল পরিবেশ ঘরে উঠলে মানুষের মন মানসিকতার স্বচ্ছতা পরিবর্তন এবং সুন্দর ভাবনার আবির্ভাব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ভাষা পরিবর্তন করুন »