ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ জসিম । শুক্রবার (৯ আগষ্ট) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝালকাঠি সদর উপজেলা শাখার ১০১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৯ আগষ্ট কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদিত হয়। ১০ আগষ্ট নব নির্বাচিত সদর উপজেলা কমিটির আহবায়ক সৈয়দ জসীম উদ্দীন প্রধান শিক্ষক( চ. দা) ,দঃপূঃ বালিঘোনা সঃ প্রাঃ বিঃ ও এই কমিটির সদস্য সচিব মিসেস শাহানা আক্তার মিলা, প্রধান শিক্ষক( চ.দা)পূর্ব বিননা পারা সঃ প্রাঃবিঃ ঝালকাঠি সদর দায়িত্ব পালন শুরু করেন। প্রধান শিক্ষক জসিম উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সযর্থন ও সহযোগীতা মূলক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। তিনি একজন আদর্শ শিক্ষক হিসাবে ঝালকাঠিতে সুনাম ও সুখ্যাতি রয়েছে। ব্যাক্তিগত জীবনে তিনি একজন সৎ ও সাদা মনের মানুষ । নেতৃত্বদানের গুণাবলী সহ নানা রকম গুনের অধিকারী প্রধান শিক্ষক সৈয়দ জসিম উদ্দিন।