নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড বন্দরটিলাস্থ (আলীশাহ পাড়া) রেললাইন এলাকা থেকে জাল ১০ হাজার টাকার নোট সহ প্রশান্ত দে (৩৫) নামে এক যুবক কে আটক করেছে সেনাবাহিনী ও ইপিজেড পুলিশ টিম।
২৭ আগষ্ট, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এক সচেতন মুরব্বি রেললাইনের ভাসমান বাজারে পটল সবজি কিনে দোকানি কে একশত টাকার একটি জাল নোট ভাঙতির জন্য বলেন। তখন জাল নোট কারী প্রশান্ত আর ও একটি জাল ১০০ টাকা দিয়ে বলেন ভাঙতি নেই।
এসময় ঐ যুবকের পকেটে আর একাধিক নোট পাওয়া জনতা তাকে ধরে একটি ইলেকট্রনিক দোকানে বসিয়ে নিকটস্থ সেনাবাহিনী ও পরে পুলিশ ঘটনাস্থলে এসে যৌথ উদ্যোগে জাল নোট উদ্ধার সহ ঐ যুবক কে আটক করে নিয়ে যায়। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজ থানা এলাকায় বলে পুলিশ জানিয়েছে। সে বন্দরটিলা এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। উদ্ধার হওয়া জাল টাকার পরিমাণ প্রায় ১০হাজার টাকা বলে দায়িত্ব পুলিশ অফিসার জানান।