বন্যাকবলিত মানুষের সহায়তার জন্য নগদ ১০ হাজার টাকা অনুদান হিসেবে দিয়েছে মির্জাগঞ্জ জিনিয়্যাস স্কুল অ্যান্ড কলেজের পক্ষে থেকে জিনিয়্যাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের কাছে এই অর্থ হস্তাস্তর করে তারা।
এসময় জিনিয়্যাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের ১১ জেলা। পানির তীব্র স্রোতে ভেসে যাচ্ছে বসতভিটা। আশ্রয়ের খোঁজা দিশেহারা বন্যাকবলিতরা। তাদের এমন দুর্ভোগের চিত্রে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। মানুষের এমন দুর্ভোগ দেখে বেদনার্ত দেশের মানুষ। এমন পরিস্থিতিতে এসব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন সব শ্রেণিপেশার মানুষ। এরই অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তার জন্য মির্জাগঞ্জ জিনিয়্যাস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা অনুদান হিসেবে দিয়েছে। এবং তারা দেশের এই সঙ্কটকালীন সময়ে যে কোনো ভাবে বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে চান।