পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আওয়ামীলীগ শাসনামলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ও সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রীর নামে স্থাপিত নামফলক সমূহ ভাংচুর ও লুটপাটের অভিযোগসহ ভাংচুরকৃত নামফলক ও দলীয় কাযর্যালয় পূনঃ স্থাপনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সুবিদখালী কলেজ রোডস্থ বিএনপির অস্থায়ী কাযর্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারে থাকাকালীন সময়ে তৎকালীন সফল স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী মির্জাগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন করে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করেন। ২০০৬ সালে বিএনপি ক্ষমতা হস্তান্তরের পর আওয়ামীলীগের সন্ত্রাসীরা আলতাফ হোসেন চৌধুরী কর্তিক বিভিন্ন উন্নয়নের নাম ফলক সমূহ ভেঙ্গে ফেলে, এমনকি উপজেলা বিএনপির দলীয় অফিসটি ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়। আওয়ামীলীগের সন্ত্রাসী দ্বারা ক্ষতিগ্রস্থ সকল উন্নয়ন ফলক ও দলীয় কার্যালয় পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসীরা বিএনপির ভিতর ঢুকে বিশৃংখলা করার চেষ্টা করছে, বিএনপি’র কোন নেতা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিএনপিতে ঢোকানোর চেষ্টা করলে তা কঠোর ভাবে প্রতিহত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন সিকদার, সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নুরু মৃধা, যুবদলের আহবায়ক গাজী রাশেদ শামস, সদস্য সচিব গাজী মোঃ আতাউর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।