• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

উত্তরায় মামলার আসামি হচ্ছেন সংশ্লিষ্টতাহীন অনেক ব্যক্তিও

নিজস্ব প্রতিবেদক / / / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচির সময়টাতে ঘটে যাওয়া সহিংসতাগুলোকে কেন্দ্র করে মামলা হচ্ছে রাজধানীসহ সারা দেশে । অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি থেকে শুরু করে সংশ্লিষ্ট হাজারো ব্যক্তির নামে অসংখ্য মামলা হয়ে গেছে এরই মধ্যে, যেখানে শুধু হত্যা মামলাই আছে কয়েকশো । এমন ঢালাও মামলায় ফেঁসে যাচ্ছেন রাজনৈতিক সংশ্লিষ্টতাহীন অনেক ব্যক্তিও । আসামির তালিকায় ঢুকে গেছে এমন অনেক ব্যক্তির নামও, রাজনীতির সঙ্গে কোনোরকম সম্পর্কই নেই যাদের ।

শুধু তাই নয়, এমন হত্যা মামলার খোঁজও পাওয়া গেছে, যেখানে ভিকটিমের মারা যাওয়ার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাপ্রবাহের কোনো সম্পর্কই নেই; এমনকি মারা গেছেন আন্দোলন শুরুর অনেক আগে । অভিযোগ আছে, অনৈতিক সুবিধা আদায়ের জন্যই এমন অনেক নিরহ ও ব্যবসায়ীকে আসামি করা হচ্ছে । রাজধানীর উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় দায়েরকৃত এমন কয়েকটি মামলার খবর পাওয়া গেছে, এতে কয়েকজন রাজনৈতিক সংশ্লিষ্টতাহীন ও ক্ষুদ্র ব্যবসায়ীকে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । এদের মধ্যে তুরাগের নয়ানগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল জব্বার (৪৫), নলভোগ এলাকার পরিবহণ ব্যবসায়ী আফাজ উদ্দিন (৫০), শুক্রভাঙ্গা এলাকার রুপ মিয়া সাহেবের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী তাজুল ইসলাম মোল্লা (৪৫), পুরান কালিয়া এলাকার আলা উদ্দিন মিয়ার ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ আবুল হোসেন (৪০), নলভোগ এলাকার রড- সিমেন্ট ব্যবসায়ী মোঃ সেলিম মিয়াসহ রাজনৈতিক সংশ্লিষ্টতাহীন আরও কয়েক জনকে কয়েকটি মামলায় আসামি করা হয়েছে । মামলা গুলোর এজাহারের বর্ণনা প্রায় একই । এজাহারে এসব রাজনৈতিক সংশ্লিষ্টতাহীন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নামের ক্রমিক নাম্বারও প্রায় সেম । রাজনৈতিক সংশ্লিষ্টতাহীন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবারদের দাবি, এরা কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না । ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন, সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যে তাদের বিভিন্ন হত্যা মামলায় আসামি করা হয়েছে ।

সকল মামলা থেকে নিরাপরাধ লোক জনকে অব্যাহতি দেওয়ার দাবিও জানান তারা । এখন ঢালাও মামলা দেওয়া হচ্ছে উল্লেখ করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও । গত ২৮ আগস্ট গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘যেকোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেই মামলা দেওয়া হচ্ছে । মামলাগুলো নেওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যাতে যাচাই করে নেয় যে কোনটি সম্ভব, কোনটি সম্ভব নয় । প্রাথমিক যে তদন্ত, সেটা করা দরকার, তা না হলে একটু ব্যক্তিগত শত্রুতা থাকলে তার নাম দিয়ে দেওয়া হচ্ছে । ঢালাও মামলার উদাহরণ দিয়ে তিনি আরও বলেছিলেন, দেখা যাচ্ছে, সেই খাগড়াছড়িতে কোনো ঘটনা ঘটেছে, সেটার মামলা দিয়ে দেওয়া হচ্ছে গোটা দেশের (আওয়ামী লীগের) নেতাদের কেন্দ্র করে । এটা বন্ধ হওয়া দরকার । তা নাহলে অনেক মামলা থেকে প্রকৃত অপরাধীদের পার পাওয়া ও নিরাপরাধীদের ফেঁসে যাওয়ার সম্ভাবনাও থাকবে বলে মনে করেন অনেক আইন বিশেষজ্ঞগণ ।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন ইতি মধ্যে বলেছেন, এ ধরনের মামলা আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে । ঢালাওভাবে মামলা ও আসামি করা হলে যাঁরা অপরাধ করেছেন অথবা ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি করেছেন, তাঁরাও আগের মতো পার পেয়ে যেতে পারেন । ভুক্তভোগীদের মামলা করার অধিকার আছে । কিন্তু তাঁদের জন্য যদি যথেষ্ট আইনি সহায়তা না থাকে বা মামলা দায়ের করার সময় যদি কেউ তাঁদের প্রভাবিত করেন, তখন মামলা নষ্ট হয়ে যেতে পারে । এ ক্ষেত্রে বিচার পাওয়ার জন্য কী কী করণীয়, সে বিষয়ে দিকনির্দেশনা দিতে উচ্চপর্যায়ে কমিটি বা টাস্কফোর্স গঠন করতে পারে অন্তর্বর্তী সরকার । মামলাগুলোর সঠিক তদন্তও নিশ্চিত করা উচিত । অন্তর্বর্তী সরকার বা পুলিশ থেকে যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে আরও গুছিয়ে মামলাগুলো করা সম্ভব বলে মনে করেন তিনি । সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন, অভিযোগ নিয়ে গেলে পুলিশ তা প্রাথমিকভাবে যাচাই–বাছাই করে মামলা হিসেবে নেওয়ার কথা ।

এখানে স্পষ্টতই প্রাথমিক যাচাই–বাছাই হচ্ছে না । আদালতে মামলা করতে গেলে ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করে বাদীকে পরীক্ষা করবেন । কিন্তু সম্ভবত এগুলো হচ্ছে না । যাচাই-বাছাই করে মামলা নেওয়ার বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি । এ বিষয়ে উত্তরা জোনের একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে তিনি বলেন, থানায় অভিযোগ নিয়ে আসায় এজাহার গ্রহণ করা হয়েছে । নিরপরাধ কেউ থেকে থাকলে সেটি তদন্তে বেরিয়ে আসবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ভাষা পরিবর্তন করুন »