• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
অপারেশন ডেভিল হান্ট : যৌথ অভিযানে নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় গ্রেফতার ৯ মসজিদে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জামালগঞ্জে মানব পাচার মামলায় ভীমখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ আলী হুসেন গ্রেফতার  ইজতেমায় কোনো ডেভিল পেলে ধরিয়ে দিন: জিএমপি কমিশনার কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য প্রশিক্ষণ সম্পন্ন মিরপুর মডেল থানার অভিযানে দুই আসামী সহ ৩০ রাউন্ড গুলি উদ্ধার লালপুরে জোরপূর্বক আশ্রমের জমিদখলের চেষ্টা, ইউএনও সহ ১১ জনের বিরুদ্ধে মামলা রাজধানীর ফরাজী হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় অভিযোগ ২১ বছর পর ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলন ময়মনসিংহে কল্যাণ ট্রাস্টের শিক্ষা বৃত্তির চেক বিতরণে ডিসির বিরুদ্ধে অপপ্রচার

কুমিল্লার মুরাদনগরের রাজাবাড়ী গ্রামে মসজিদের ইমাম নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের হামলা আহত ০১

কুমিল্লা মুরাদনগর প্রতিনিধি / / / ৩৩ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন রাজাবাড়ী গ্রামের পশ্চিমপাড়ায় মসজিদের ইমাম সাহেবকে নিয়ে দুইপক্ষের দ্বন্দ্বের জেরে আকরাম হোসেন নামে একজনের অবস্থা গুরুতর। গুরুতর আকরামকে কুমিল্লা মেডিকেলে কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় সম্প্রতি রাজাবাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদে ইমাম সাহেব সুদ ও ঘুষের বিরুদ্ধে বয়ান করেন। এসময় মসজিদ কমিটির পক্ষ থেকে এসব বয়ান করার জন্যে নিষেধ করা হয়। তবে, যুবসমাজ ইমম সাহেবের পক্ষাবলম্বন করে।

এ নিয়ে মসজিদ কমিটির সভাপতি ফারুক আহমেদ অরুণ সরকার ও সেক্রেটারি আলাউদ্দিন আলাল ভূঁইয়ার সাথে যুবকদের মতবিরোধ দেখা দিলে ইমাম সাহেব চলে যান। এমতাবস্থায় গেলো বৃহষ্পতিবার ওই মসজিদে নামাজ পড়তে যান একই মহল্লার প্রয়াত তাহের মাস্টার এর ছেলে আমীরুল ও প্রয়াত বজলুর রহমানের ছেলে আকরাম হোসেন। তারা মসজিদে গিয়ে দেখেন একই মহল্লার ময়নাল হোসেন নামে একজন মসজিদের আঙ্গিনায় বসে আছেন। এসময় ময়নাল নামাজ ও হুজুর সম্পর্কিত উস্কানিমূলক কথা বলাকে কেন্দ্রকরে মুসল্লি আমীরুল ও আকরামের সাথে ময়নালের দ্বন্দ্ব বাধে। এসময় উভয় পক্ষ হালকা আহত হয়। আঘটনাকে কেন্দ্রকরে শুক্রবার জুম্মার নামাজ শেষে একই মহল্লার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাদির প্রকাশ ফুলমিয়া মাস্টার এর মধ্যস্থতায় তারই বাড়ীতে শালিস বৈঠক ডাকা হয়। অজ্ঞাত কারনেই শালিসটি ফুলমিয়া মাস্টারের বাড়ী থেকে স্থানান্তরিত করে ঘটনার এক পক্ষের (ময়নালের) বাড়ীতে নিয়ে যাওয়া হয়। বিকেল সারে তিনটার পরে ময়নালের বাড়ীর উঠানে শালিস বসলে ময়নাল তা প্রত্যাখ্যান করে বলে- ‘মাইরের বদলি মাইর হবে’ অর্থাৎ ময়নাল শালিস না মেনে পাল্টা আক্রমণ করার হুংকার দিলে তার ছেলে রিয়াদ তৎক্ষণাৎ ধারালো অস্ত্র দিয়ে উপস্থিত সবার সামনেই আকরাম ও আমীরুলের উপর হামলা চালায়।

এতে আকরামের মাথায় গুরুতর আঘাত লাগে। মাথার ডানপাশে জখম হয়ে ডান চোখের উপর গিয়ে লাগে। আকরামকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে গাজীরহাট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে আকরামের শারীরিক অবস্থা খারাপ দেখে সেখানে না রাখলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সবশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে কুমেক-এ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর উভয় পক্ষেরই ফোন বন্ধ থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও একটি সুত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ভাষা পরিবর্তন করুন »