• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ বিএনপির এক নিষ্ঠাবান কর্মী ওমর ফারুক 

এম এ এইচ শাহীন, সিলেট প্রতিনিধি / / / ৮৩ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির একজন পরীক্ষিত এবং একনিষ্ঠ  কর্মী হিসেবে উপজেলা জুড়ে যার পরিচিতি। নিজেকে প্রতিষ্ঠিত করার প্রয়াস ও দলীয় নেতা কর্মীদের বিপদ আপদে অগ্রণী ভূমিকা পালনকারী একজন অগ্রসর সৈনিক রাজপথে এবং মিছিলের প্রিয় মুখ ওমর ফারুক।

তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের স্থায়ী বাসিন্দা। পাশাপাশি ব্যবসা ও রাজনীতিতে সক্রিয় থেকে তিনি ৩ নং তেলিখাল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন, এবং তখনকার সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর দায়িত্বকালে। ত্রাণ পূর্ণবাসন সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী জেলা বিএনপির তৎকালীন সভাপতি আবুল কাহের শামীম স্বাক্ষরিত কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এছাড়াও বর্তমানে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন কমিটির কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। উল্লেখ: যে  তিনি ১৯৯৬ সালে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর  কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিগত আওয়ামীলীগ সরকারের নির্যাতন নিপীড়ন মিথ্যা মামলা ও হামলা থেকে রেহাই পাননি ওমর ফারুক, তখন দিনের পর দিন যানবাহনে চলাচল করে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে ভবঘুরের মতো ফেরারি হয়ে দিন কাটাতে হয়েছে পরিবার ও পরিজন ছেড়ে। নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চরম দিনাতিপাত ও করতে হয়েছে। উপজেলা সদরে ও টুকের বাজারে, কাপড়ের দোকান ব্যবসা ফেলে নিজস্ব কৃষি জমি জমা শেষ করে তবুও তিনি দলীয় টানের প্রতি আসক্ত ছিলেন কখনো পিচু হটেননি ।

৩০/০৮/২০২০ সালে কোম্পানীগঞ্জের  পার্শবর্তী উপজেলা গোয়াইনঘাটের রাধানগর, বাজার হতে সিলেট যাওয়ার পথে সিলেট মহাসড়কের ধুপাগুল এলাকায় এক মারাত্মক সড়ক দুর্ঘটনার স্বীকার হন। সিলেট ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতাল ও ফ্রিডম জেনারেল হাসপাতালে দীর্ঘ ১৮ মাস চিকিৎসা শেষে বর্তমানে তিনি শারীরিক ক্লেশ টেনে টেনে ব্যাথাতুর,জীবন যাপন করছেন।

তবুও তিনি প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত ক্রেচে ভর করে গরীব অসহায়  নির্যাতিত নিষ্পেষিত মানুষের সেবায় নিয়োজিত আছেন। “সংবাদ টিভি”কে  ওমর ফারুক, বলেন যতদিন বেঁচে আছি শেষ নিশ্বাস পর্যন্ত আমি জনগণের কল্যাণে নিজেকে জড়িয়ে রাখব ইনশাআল্লাহ। এই প্রতিবেদন লিখতে গিয়ে দেখা গেল সত্যিকারের বিএনপি কর্মী ওমর ফারুকের (সহধর্মিনী মুর্শেদা বেগম, তিনি ও ৩ নং তেলিখাল ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা) পাশাপাশি একজন সফল গৃহিণী।

স্বামী অনুরাগী ওমর ফারুকের গুরুতর অবস্থা ডান পায়ের হিপ জয়েন্টের ছয়টি রড থাকার কারণে বাম হাটু ভাজ না হওয়ায় তিনি প্যান্টও জুতার বেল্ট গুলো প্রতিদিন সকালে ও রাত্রে নিজের হাতে লাগিয়ে এবং খুলে দেন।

স্বামীর পরিচর্যা ও সেবার পাশাপাশি একজন আদর্শিক সক্রিয় রাজনৈতিক কর্মীর পরিচয় মিলে (ফারুক-মুর্শেদা) দম্পতির। উপজেলা সদরে রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের হেভিওয়েট একাধিক নেতার সাথে একই এলাকায় বসবাস করে রাজনৈতিক লড়াইয়ে টিকে আছেন। জিয়া সৈনিক উমর ফারুক,আত্মবিশ্বাসে আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার মসনদে আসীন হলে দল তার এই ত্যাগের অবশ্যই মূল্যায়ন করবে। [সংবাদ বিজ্ঞপ্তি]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ভাষা পরিবর্তন করুন »