হাঙ্গেরিতে বিশ্ব দাবা অলিম্পিয়াডে
বাংলাদেশের নারী দল বেশ ভালো ফলাফল অর্জনের পথে।
এই পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের পক্ষে ৮২ বছর বয়সে রানী হামিদ সহ পুরো দল হাঙ্গেরি, মালয়েশিয়া,অষ্টিয়া, ফিনল্যান্ড , ডোমেনিকাল রিপাবলিক সহ আরো কয়েকটি দেশের বিরুদ্ধে জয় লাভ করে। এই নারী দলের নেতৃত্ব দিচ্ছেন দাবা ফেডারেশনের উইমেন চ্যাপ্টারের সংগঠক, দাবাড়ু মিসেস মাহামুদা খানম মলি।
চট্টগ্রামস্থ দক্ষিণ হালিশহর চেস ক্লাব ও সিসিপিএর পক্ষ থেকে প্রিয় দেশ অজস্র শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীতে আরো অধিক সাফল্য কামনা করছি।