• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ
অপারেশন ডেভিল হান্ট : যৌথ অভিযানে নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় গ্রেফতার ৯ মসজিদে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জামালগঞ্জে মানব পাচার মামলায় ভীমখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ আলী হুসেন গ্রেফতার  ইজতেমায় কোনো ডেভিল পেলে ধরিয়ে দিন: জিএমপি কমিশনার কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য প্রশিক্ষণ সম্পন্ন মিরপুর মডেল থানার অভিযানে দুই আসামী সহ ৩০ রাউন্ড গুলি উদ্ধার লালপুরে জোরপূর্বক আশ্রমের জমিদখলের চেষ্টা, ইউএনও সহ ১১ জনের বিরুদ্ধে মামলা রাজধানীর ফরাজী হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় অভিযোগ ২১ বছর পর ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলন ময়মনসিংহে কল্যাণ ট্রাস্টের শিক্ষা বৃত্তির চেক বিতরণে ডিসির বিরুদ্ধে অপপ্রচার

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র ছাত্রজনতা হত্যা মামলার আসামি যুবলীগের আহবায়ক চট্টগ্রামে আটক

নিজস্ব প্রতিবেদক: / ৩৪ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

লক্ষ্মীপুর জেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে ছাত্রজনতা হত্যা মামলার এজাহারনামীয় আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ’কে চট্টগ্রামের ডবলমুরিং এলাকার ১ নং বলিরপাড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অংশ হিসেবে গত ০৪ আগস্ট ২০২৪ তারিখে ১১.৩০ মিনিটে লক্ষ্মীপুর জেলা সদরের ঝুমুর মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক লক্ষ্মীপুর উপজেলা চেয়ারম্যান এবং সাবেক লক্ষীপুর জেলা যুবলীগের সভাপতি একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক ও কুখ্যাত মাদক ব্যবসায়ী রাশেদ সহ অপরাপর প্রায় দুইশত সন্ত্রাসী উক্ত সমাবেশে হামলা করে আফনান নামে একজন ছাত্রকে হত্যা করে। শতশত ছাত্র জনতা উক্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল করে। উক্ত মিছিলে ভিকটিম সাব্বির (২৫) অংশগ্রহণ করলে আসামিরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ভিকটিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুরবণ করে। আসামিরা উক্ত মিছিলে অংশগ্রহণকারী ছাত্র ওসমান গণি এবং শিবলু নামের দুজন সহ সর্বমোট পাঁচজনকে গুলি করে নৃশংসভাবে হত্যা করে বলে জানা যায়। এছাড়াও আসামিগণ অজ্ঞাতনামা ছাত্র জনতার ওপর এলোপাতাড়ি লোহার রড়, হকি স্টিক, জিআই পাইপ, রামদা, চাইনিজ কুড়াল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে উক্ত এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। উক্ত ঘটনায় নিহত ভিকটিম সাব্বির এর পিতা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় ৯১ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা প্রায় ২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৭/৩০৬, তারিখ- ১৪ আগস্ট ২০২৪ ইং, ধারা- ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২, দ্য পেনাল কোড, ১৮৬০ সহ বিষ্ফোরক উপাদানাবলি আইন, ১৯০৮ এর ৩ ধারা। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার এজাহারনামীয় আসামি রাশেদ চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন সিডিএ এলাকার ১ নং বলির পাড়ায় একটি বাড়িতে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রাত ১২.৪০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে লক্ষীপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক ও কুখ্যাত মাদক ব্যবসায়ী রাশেদ (৩৫), পিতা- তোসলিম উদ্দিন, সাং- ভবানীগঞ্জ, থানা- লক্ষ্মীপুর সদর, জেলা- লক্ষ্মীপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে মামলা দায়েরের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে নিজ জেলা লক্ষ্মীপুর ছেড়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে লক্ষীপুর জেলার লক্ষ্মীপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ভাষা পরিবর্তন করুন »