সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে নেজামুল হক(২১) নামীয় এক যুবকের মৃত্যু।
শনিবার ২১শে সেপ্টেম্বর দুপুর ১টার দিকে এঘটনা ঘটে। জানা যায় উপজেলার পুটামারা গ্রামের সুরফান মিয়ার পুত্র। বজ্রপাতে নিহত নেজামুল একজন মানবিক রক্তযোদ্ধা হিসেবে পরিচিতির পাশাপাশি তিনি ইছাকলস ইউনিয়ন রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার অন্যতম সদস্য ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইছাকলস ইউনিয়ন রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ।