ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন।
বুধবার (২ অক্টোবর) জেলা প্রশাসক আশরাফুর রহমান ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ঝালকাঠি থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। একই সাথে কীর্ত্তিপাশা জমিদার বাড়ি ও কমলিকান্দর নবীন চন্দ্র বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন । জেলা প্রশাসক ও পুলিশ সুপার শিক্ষার্থীদের সমৃদ্ধ দেশ গড়ার উৎসাহ প্রদান করেন ।
এ-সময় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা – কর্মচারীবৃন্দ, মন্দির কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।