• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

হৃদয় হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : / ৩৫ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় তরুয়া হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি কুখ্যাত যুবলীগ কর্মী এবং কিশোর গ্যাং লিডার এইচ.এম. মিঠু’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ জুলাই ২০২৪ইং তারিখে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় ছাত্র জনতা বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছিল। ছাত্রজনতার উক্ত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে ভিকটিম হৃদয় তরুয়া (২১) অংশগ্রহণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। আন্দোলন চলাকালীন চট্টগ্রাম মহানগরীর কুখ্যাত যুবলীগ কর্মী এবং কিশোর গ্যাং লিডার এইচ.এম. মিঠু এবং অন্যান্য আসামিরা শীর্ষ নেতৃত্বের হুকুমে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এছাড়াও, আসামিরা হকি স্টিক, কিরিচ, দা ও লাঠি-সোটা দিয়ে ছাত্র জনতাকে পিটিয়ে এবং ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় ভিকটিম হৃদয় চন্দ্র তরুয়া আন্দোলন কর্মসূচির স্থান থেকে দৌঁড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করিলে এইচ.এম. মিঠু এবং অন্যান্য দৃষ্কতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি নিক্ষেপ করলে ভিকটিমের শরীরে গুলি লেগে ভিকটিম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহত ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা তাদের হাতে থাকা লাঠি-সোটা, লোহার রড দিয়ে পিটিয়ে ভিকটিমকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং অন্যান্য ছাত্র-জনতা ভিকটিম হৃদয় তরুয়া’কে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে পার্ক ভিউ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে গত ২৩ জুলাই ২০২৪ তারিখে ভিকটিম হৃদয় তরুয়া চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুত্যু বরণ করেন।
উক্ত ঘটনায় ভিকটিম হৃদয় চন্দ্র তরুয়া এর বন্ধু মোঃ আজিজুল হক বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় ২০৬ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৬, তারিখ- ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ, ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৬/৩০৭/৩০২/১০৯/৩৪, দ্য পেনাল কোড, ১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলি আইনের ধারা- ৩ক।
র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি কিশোর গ্যাং লিডার এইচ.এম. মিঠু চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৬ অক্টোবর ২০২৪ তারিখে রাত ১০.৪০ মিরিটে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি এইচ.এম. মিঠু (৪১), পিতা- মৃত মাহবুব আলম, সাং- কাজী বাড়ি, থানা- চান্দগাঁও, জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি এবং চট্টগ্রাম মহানগরীর যুবলীগ কর্মী বলে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে সে আরো জানায় যে মামলার ঘটনার দিন বেআইনি জনতাবদ্ধে সে তার সহযোগীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ ও আক্রমণ করে হতাহতের ঘটনা ঘটায়। মামলা রুজু হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়ানোর জন্য সে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলেও জানায়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ভাষা পরিবর্তন করুন »