কোম্পানীগঞ্জ উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর নবগঠিত কমিটির পরিচিত সভা (১২-১০-২০২৪ ইং তারিখে রোজ শনিবার বেলা ৪টায়) থানা মসজিদ মার্কেটে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা
বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে। সাধারণ সম্পাদক নুর আলম চৌধুরী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী শফিকুল ইসলাম
এর যৌথ পরিচালনায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর উপদেষ্টা ডাঃ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজিজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ নুরুল আমিন বলেন শহীদ জিয়ার আদর্শের আলোয় আলোকিত হয়ে (জিসাস) কে আরো বেশি শক্তিশালী হতে নিঃস্বার্থ ভাবে কাজ করে যেতে হবে তাহলেই আগামীর স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল আলীম (মাখন) সহ সভাপতি আতাউর রহমান মিলন, সহ সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া। সহ সাংগঠনিক সম্পাদক বিজয় মিয়া,সহ সমাজকল্যাণ সম্পাদক আফজাল হোসেন, প্রমুখ।