জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক মো. সারজিস আলম। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে আসিফ মাহমুদ বিয়ের তথ্য নিশ্চিত করে লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।
পোস্টে একটি ছবিও যুক্ত করে দিয়েছেন আসিফ মাহমুদ। যেখানে মাঝখানে বিয়ের পোশাকে দেখা গেছে সারজিস আলমকে। তার বাঁ পাশে ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। আর ডানপাশে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।