কিছু ভারতীয় সংবাদপত্র ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে মার্কিন সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে মিথ্যা প্রচারনা চালাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট।
যেখানে বলা হয়েছে, এই সিদ্ধান্ত ভারত ও বাংলাদেশসহ সব দেশের জন্যই প্রযোজ্য। বাংলাদেশের উন্নয়ন ব্যয়ের একটি ক্ষুদ্র অংশ যে মার্কিন সহায়তা থেকে আসে বিষয়টি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছে ভারতীয় সংবাদপত্র।
অন্যান্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ঋণদাতাদের তুলনায় মার্কিন সহায়তার উপর আপেক্ষিক তথ্য সংকলন এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কর্তৃক সংকলিত তথ্য দিয়েছে বাংলাদেশের প্রেস উইং।
শুক্রবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ভেরিফায়েড ফেসবুক পেইজে ভারতীয় সংবাদপত্রের অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়।