মানিকগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সহকারি পরিচালকের তত্ত্বাবধানে মানিকগঞ্জের যৌথ উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস-এর নেতৃত্বে সদর উপজেলার তিনটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় তিনটি ইটভাটা থেকে ৫০০০০/- হাজার টাকা করে মোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড ধার্য্য ও আদায় করা হয়। মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক ইউসুফ বলেন অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা চলমান থাকবে।