গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্ত্বাবধানে ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) তানজিনা জাহান এঁর নেতৃত্বে ০৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লার শাসনগাছা থেকে বিদেশী মদ নিয়ে চান্দিনা যাওয়ার সময় আসামী আশিষ চন্দ্র সরকারের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে BLENDERS PRIDE ও ROYAL STAG নামীয় ১১ বোতল বিদেশী মদসহ তাকে আটক করা হয়।
আটককৃত আসামি আশিষ চন্দ্র সরকার(২৫) কুমিল্লা জেলার চান্দিনা থানার থানগাঁও গ্রামের মৃত দীলিপ চন্দ্র সরকার এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কুমিল্লার রাজগঞ্জ এলাকার হতে মুখে মাক্স পরিহিত কথিত বড় ভাই তাকে এই মদভর্তি কার্টুনটি হাতে ধরিয়ে দিয়েছে। মোবাইলে যোগাযোগের মাধ্যমে মাদক ব্যবসায়ী কথিত বড় ভাইয়ের সাথে তার সম্পর্ক হয়েছে বলে জানায়।
আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।