ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক তমাল মজুমদার এঁর নেতৃত্বে ০৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ০৭:০০ মিনিটে চান্দিনা থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা রাস্তার মোড়ে ঢাকা অভিমুখী হানিফ বাস তল্লাশি করে ০৩(তিন) কেজি গাঁজাসহ মোঃ রাশেদ ইসলাম (২৮) নামীয় একজন আসামিকে আটক করা হয়।
একই দিনে সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মনির হোসেন এঁর নেতৃত্বে সকাল ০৯ ঘটিকায় কুমিল্লা চান্দিনা থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা মডেল মসজিদের সামনে রাস্তার উপর মাধাইয়া অভিমুখী সততা সার্ভিস নামীয় বাস তল্লাশি করে ০২(দুই) কেজি গাঁজাসহ মোঃ শফিকুল ইসলাম (৪৫) কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উভয়ই আসামীই দিনমজুর। টাকার লোভে তারা এই অবৈধ মাদক ঢাকায় পৌঁছে দিবে বলে জানান। তারা আরও জানান, যে লোকটি তাদের কাছে অবৈধ মাদক দিয়েছে, তার পরিচয় তারা জানেন না। অজ্ঞাত স্থান থেকে শুধু মোবাইলের মাধ্যমে তাদেরকে নির্দেশনা দেওয়া হতো।
আটককৃত আসামি মোঃ রাশেদ ইসলাম (২৮) নীলফামারী জেলার সৈয়দপুর থানার সোনাখুলী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। অপর আসামী মো: শফিকুল ইসলাম কুমিল্লা জেলার দেবিদ্বার থানার পোনরা গ্রামের মৃত. চেরাগ আলীর ছেলে।
আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক তমাল মজুমদার ও সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বাদী হয়ে চান্দিনা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।