সিলেটের কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কারিগরি সহায়তায় এবং উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জের উদ্যোগে, ইসলামিক রিলিফ বাংলাদেশের সার্বিক সহযোগিতায়, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তথ্য জাতীয় পোর্টালে হালনাগাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে কোম্পানীগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
জাতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তথ্য হালনাগাদের এটি ছিল প্রথম প্রশিক্ষণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (এমআইএম) নিতাই চন্দ্র দে এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার। প্রশিক্ষণের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য প্রদান করেন,নিতাই চন্দ্র দে, প্রশিক্ষণটি পরিচালনা করেন মোঃ মোবিনুর রহমান আই টি স্পেশালিস্ট,জাতীয়
ত্রাণ ও দূর্যোগ অধিদপ্তর।প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তালিকা অনলাইনে হালনাগাদ করবেন, যা প্রতি বছর ১৫ জানুয়ারি এর মধ্যে সম্পন্ন হবে।এই উদ্যোগের ফলে আপদকালীন দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ও ইউনিয়ন পর্যায়ে সেবার মান বৃদ্ধি পাবে, যা স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশা প্রকাশ করেন যে, তথ্য হালনাগাদের জন্য ব্যবহৃত টুলসটি জাতীয় ও স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রশিক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং জানান যে, এর মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় দ্রুত কার্যক্রম গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়াও উক্ত প্রশিক্ষণে মূল্যবান মতামত ব্যক্ত করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মাহাবুব আলম শাওন। ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষে মূল্যবান বক্তব্য প্রদান করেন খাদেমুল রাশেদ এ্যাডভোকেসি কো-অর্ডিনেটর এবং জেলা প্রকল্প কর্মকর্তা ইসলামিক রিলিফ বাংলাদেশ। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ অহিদুল ইসলাম জেলা প্রকল্প ব্যবস্থাপক, মোহাম্মদ গাজী উর রহমান প্রকল্প কর্মকর্তা, মোহাম্মদ আব্দুল হাই প্রকল্প কর্মকর্তা, মোহাম্মদ রুবেল মিয়া ও সাইফুল ইসলাম প্রকল্প সহকারী অফিসার।উক্ত প্রশিক্ষণটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ।