১৩ ই ফেব্রুয়ারী ২০২৫ইং রাত ০১.৩০ মিনিটে মিরপুর মডেল থানাধীন সেকশন ২, ব্লক-জি-১,হাউজিং অফিস সংলগ্ন পাকা রাস্তার উপর উদ্ধার সংক্রান্ত অভিযান ডিউটি করাকালীন এস.আই মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহকারে সন্দিগ্ধ হয়ে আসামী ১) সাইফুল ইসলাম সাকিব(২০),
২) মো: রুবেল(৩২) দ্বয়কে সন্দেহ হলে তল্লাশি করতে উদ্যত হলে উক্ত আসামীদ্বয় দৌড়ে পালানোর চেষ্টা করলে অভিযান টিম আসামীদ্বয়কে আটক করে এবং তাদেরকে তল্লাশি করলে তাদের হেফাজত হতে ৩০ রাউন্ড 9mm গুলি উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয় এবং আসামীদের কে জেরার একপর্যায় তারা আরও স্বীকারউক্তি মূলক জবান বন্দি দেয় যে তাঁদের হেফাজতে ২ টি অবৈধ অস্ত্র আছে।
বিষয়টি নিয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত)সাজ্জাদ রোমন বলেন
উক্ত অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চলমান আছে এবং এদেরকে কে বা কারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এই সকল বিষয়ে তদন্ত করা হচ্ছে।এলাকার আইনশৃংখলা পরিস্থতিকে অস্বাভাবিক করে তোলার জন্যে যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী তৎপরতা চালানোর চেষ্টা করলে তাকে আমরা মিরপুর থানা আমাদের সর্বোচ্চ দিয়ে প্রতিহত করবো।এই ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা নং ২৯, তারিখ-১৩/২/২৫ খ্রিঃ, ধারা- Arms Act 1878 এর 19(f) রুজু করা হয়।
আসামী দ্বয়কে ০৭ দিনের পুলিশ রিমান্ডে নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার এই কর্মকর্তা।