গাজীপুরের পাঁচটি আসনের মধ্যে চারটিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াত।
গাজীপুর-২ আসনে (গাজীপুর সিটির একাংশ ও টঙ্গী) মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হোসেন আলী
গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জাহাঙ্গীর আলম, গাজীপুর-৪ (কাপাসিয়া ও সদর উপজেলা একাংশ) আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগরীর মেট্রো সদর থানার আমির অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী,
গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সদর উপজেলার একাংশ) আসনে মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খায়রুল হাসান।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে অধ্যক্ষ মন্তাজ আলী;
টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর): হুমায়ূন কবীর, টাঙ্গাইল-৩ (ঘাটাইল): হুসনে মোবরক বাবুল, টাঙ্গাইল-৪ (কালিহাতী): প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক;
টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর): আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল-৬ (বাসাইল-সখীপুর): শফিকুল ইসলাম খান, টাঙ্গাইল-৭ (মির্জাপুর): অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, টাঙ্গাইল-৮ (দেলদুয়ার-নাগরপুর): ডাক্তার আব্দুল হামিদ।
কিশোরগঞ্জ-১ মোসাদ্দেক আলী ভূঁইয়া;
কিশোরগঞ্জ-২ শফিকুল ইসলাম;
কিশোরগঞ্জ-৪ মোহাম্মদ রোকন রেজা;
কিশোরগঞ্জ-৫ রমজান আলী এবং
কিশোরগঞ্জ-৬ আসনে কবির হোসেন।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের ২১টি নির্বাচনি এলাকার ১৮টিতে চূড়ান্ত হয়েছে দলটির প্রার্থী।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জেলা মজলিশে শূরার সদস্য মাওলানা কামরুল ইসলাম;
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান;
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মহানগর জামায়াতের আমির জহিরউদ্দিন মু. বাবর;
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুন্নবী;
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি দলটি।
পিরোজপুর-১ (ইন্দুরকানী-সদর-নাজিরপুর) আসনে মাসুদ সাঈদী;
পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠী) আসনে শামীম সাঈদী;
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে প্রার্থী করা হয়েছে আব্দুল জলিলকে।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে চূড়ান্ত করা হয়নি কোনো প্রার্থী।
ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি) আসনে শেখ নেয়ামুল করিম।
পটুয়াখালী-১ (সদর-দুমকি-মীর্জাগঞ্জ) আসনে জেলা আমির নাজমুল আহসান;
পটুয়াখালী-২ (বাউফল) আসনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ;
পটুয়াখালী-৩ (গলচিপা-দশমিনা) আসনে সাবেক জেলা আমির অধ্যাপক শাহ আলম ও
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম।
বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে চূড়ান্ত করা হয়েছে জেলা আমির মাওলানা মহিবুল্লাহ হারুনকে;
বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনে সাবেক মজলিশে শুরা সদস্য ডা. সুলতান আহম্মেদ;
ভোলা-১ (সদর) আসনে জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম;
ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে সাবেক জেলা আমির মাওলানা ফজলুল করিম এবং
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে সাবেক জেলা আমির মাওলানা মোস্তফা কামাল।
খুলনা বিভাগ
খুলনা-১ শেখ আসনে আবু ইউসুফ;
খুলনা-২ অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৩ অধ্যাপক মাহফুজুর রহমান;
খুলনা-৪ অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম;
খুলনা-৫ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং খুলনা-৬ মাওলানা আবুল কালাম আজাদ।
ঝিনাইদহ-১ এ এস এম মতিয়ার রহমান;
ঝিনাইদহ-২ অধ্যাপক আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিউর রহমান ও
ঝিনাইদহ-৪ মাওলানা আবু তালেব।
কুষ্টিয়া-১ উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন;
কুষ্টিয়া-২ মো. আব্দুল গফুর;
কুষ্টিয়া-৩ ফরহাদ হুসাইন ও
কুষ্টিয়া-৪ আফজাল হোসাইন।
সাতক্ষীরা-১ অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ;
সাতক্ষীরা-২ মুহাদ্দিস আব্দুল খালেক;
সাতক্ষীরা-৩ মুহাদ্দিস রবিউল বাশার এবং
সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম।
মেহেরপুর-১ মাওলানা তাজউদ্দিন খান;
মেহেরপুর-২ আসনে মো. নাজমুল হুদা।
নড়াইল-২ আসনে আতাউর রহমান বাচ্চু।
চুয়াডাঙ্গা-১ আসনে অ্যাড. মাসুদ পারভেজ।
বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লারহাট-চিতলমারী): অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান;
বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া): শেখ মঞ্জুরুল হক রাহাদ;
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা): অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ;
বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা): অধ্যক্ষ আব্দুল আলিম।
যশোর-১ (শার্শা) আসনে মাওলানা আজিজুর রহমান;
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের প্রার্থী মাওলানা আরশাদুল আলম;
যশোর-৩ জেলা সদরের এ আসনটিতে জামায়াতের প্রার্থী সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের;
যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল;
যশোর-৫ (মণিরামপুর) আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক;
যশোর-৬ (কেশবপুর) আসনের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী।
রাজশাহী বিভাগ
রাজশাহী-১ সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান;
রাজশাহী-৩ অধ্যাপক আবুল কালাম আজাদ;
রাজশাহী-৪ ডা. আবদুল বারী সরদার;
রাজশাহী-৫ নুরুজ্জামান লিটন এবং
রাজশাহী-৬ অধ্যাপক নাজমুল হক।
সিরাজগঞ্জ-১ মাওলানা শাহীনুর আলম;
সিরাজগঞ্জ-২ অধ্যাপক জাহিদুল ইসলাম;
সিরাজগঞ্জ-৪ আসনে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান;
সিরাজগঞ্জ-৫ অধ্যক্ষ আলী আলম ও
সিরাজগঞ্জ-৬ অধ্যাপক মিজানুর রহমান।
নওগাঁ-১ আসনে অধ্যক্ষ মাহবুবুল হক;
নওগাঁ-২ ইঞ্জিনিয়ার এনামুল হক;
নওগাঁ-৪ খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব;
নওগাঁ-৫ অ্যাডভোকেট আ স ম সায়েম;
নওগাঁ-৬ আসনে মোহাম্মদ খবিরুল ইসলাম।
নওগাঁ-৩ আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) অধ্যক্ষ শাহাবুদ্দীন;
বগুড়া-২ (শিবগঞ্জ) শাহাদাতুজ্জামান;
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) অধ্যক্ষ মাওলানা তায়েব আলী।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) দবিবুর রহমান;
বগুড়া-৬ (সদর) আবিদুর রহমান সোহেল।
বগুড়া-৩ ও ৭ আসনে প্রার্থীর তালিকা অপেক্ষমান রাখা হয়েছে।
জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর-পাঁচবিবি) আসনে ডা. ফজলুর রহমান সাঈদ ও
জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল এবং আক্কেলপুর) আসনে এস. এম. রাশেদুল আলম সবুজ।
নাটোর-১ আসনে মো. আবুল কালাম আজাদ;
নাটোর-২ আসনে অধ্যাপক মো. ইউনুস আলী;
নাটোর-৩ আসনে প্রফেসর সাইদুর রহমান এবং
নাটোর-৪ আসনে মাওলানা আব্দুল হাকিম।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ড. কেরামত আলী;
চাঁপাইনবাবগঞ্জ-২ ড. মিজানুর রহমান;
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
পাবনা-১ ব্যারিস্টার নাজিব মোমেন;
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আবু তালেব মন্ডল;
পাবনা-৫ মো. ইকবাল হোসেন।
রংপুর বিভাগ
দিনাজপুর-১ মো. মতিউর রহমান;
দিনাজপুর-২ অধ্যক্ষ মাওলানা এ কে এম আফজালুল আনাম;
দিনাজপুর-৩ অ্যাডভোকেট ময়নুল আলম;
দিনাজপুর-৪ মো. আফতাব উদ্দিন মোল্লা;
দিনাজপুর-৫ শিক্ষাবিদ মো. আনোয়ার হোসেন;
দিনাজপুর-৬ আসনে মো. আনোয়ারুল ইসলাম।
গাইবান্ধা- ১ (সুন্দরগঞ্জ) মাজেদুর রহমান;
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী): মাওলানা নজরুল ইসলাম;
গাইবান্ধা-৪ (গোবিন্ধগঞ্জ): ডা. আবদুর রহীম
পঞ্চগড়-১ অধ্যাপক ইকবাল হোসেন ও
পঞ্চগড়-২ মো. সফিউল্লাহ সুফি।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মাওলানা মো. নুরুল আমিন।
নীলফামারী-২ আসনে মো. মনিরুজ্জামান মন্টু;
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে দেলাওয়ার হোসেন;
ঠাকুরগাঁও-২ আসনে (বালিয়াডাঙ্গী-হরিপুর-রানীশংকৈলের একাংশ) মাওলানা আব্দুল হাকিম এবং
ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ- রানীশংকৈলের একাংশ) অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান।
কুড়িগ্রাম-২ আসনে অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার;
কুড়িগ্রাম-৩ আসনে ব্যারিস্টার মাহবুব আলম সালেহী;
কুড়িগ্রাম- ৪ (চিলমারী,রৌমারী,রাজিবপুর) আসনে পেয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তাক।
কুড়িগ্রাম-১ আসনে এখনো সিদ্ধান্ত হয়নি।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে অ্যাডভোকেট সাইফুর রহমান;
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আলাউদ্দিন শিকদার;
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আনোয়ারুল সিদ্দিকী চৌধুরী;
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম;
চট্টগ্রাম-৬ (রাউজান) শাহজাহান মঞ্জুর;
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) অধ্যক্ষ আমিরুজ্জামান;
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) ডা. আবু নাসের;
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) ডা. ফজলুল হক;
চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী–হালিশহর) অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী;
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) শফিউল আলম;
চট্টগ্রাম-১২ (পটিয়া) ইঞ্জিনিয়ার লোকমান;
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) অধ্যাপক মাহমুদুল হাসান;
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ডা. শাহাদৎ হোসাইন;
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) শাহজাহান চৌধুরী এবং
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জহিরুল ইসলাম।
বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে অ্যাডভোকেট আবুল কালামকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
রাঙামাটি ২৯৯ নং আসনে অ্যাডভোকেট মোখতার আহমেদকে প্রার্থী ঘোষণা করা হয়।
খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে এয়াকুব আলী চৌধুরী।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ-লালমাই): মোহাম্মদ ইয়াছিন আরাফাত;
কুমিল্লা-১১ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের;
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা): ডা.ফখরুদ্দিন মানিক;
লক্ষীপুর-২ (রায়পুর-সদর আংশিক): মাস্টার রুহুল আমীন;
কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী নির্বাচন করবেন।