মাগুরা মহম্মদপুরে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সাথে মতবিনিময় করেছেন বিশিষ্ট বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপ শিল্পপরিবার এর ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল ।
শুক্রবার সকালে আমিনুর রহমান কলেজে ঈদ সামগ্রী বিতরণ ও বিকাল ৩ ঘটিকায় উপজেলা মডেল মসজিদে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মহম্মদপুর প্রতিবন্ধী সমন্বয় সংস্থার আয়োজনে শুক্রবার সকাল ১০ ঘটিকায় আমিনুর রহমান কলেজ মাঠে ৩ শত প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বিকাল ৩ ঘটিকায় উপজেলা মডেল মসজিদ এর নিচ তলায় মসজিদ কেন্দ্রিক আদর্শ সমাজ গঠনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ভুমিকা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতি মহম্মদপুর শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবার এর ব্যবস্থাপনা পরিচালক, কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।
বিশেষ অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার মউশিক প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী, ইসলামিক ফাউন্ডেশন মহম্মদপুর উপজেলা শাখার মউশিক প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মোঃ লুৎফর রহমান, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সহ-সভাপতি মাহমুদুন নবী, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক রাসেল পারভেজ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতি মহম্মদপুর শাখার সভাপতি মোঃ আজিজুর রহমান।