• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

মাসুদা ভাট্টি বাংলাদেশবিরোধী প্রচারণা চালাচ্ছেন: প্রেস উইং

অনলাইন ডেস্ক / / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সাংবাদিক মাসুদা ভাট্টি ধারাবাহিকভাবে বাংলাদেশবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বাতিল হচ্ছে’ শীর্ষক একটি ভিডিওতে মাসুদা ভাট্টি দাবি করেন, জাতিসংঘ তথাকথিত ‘জুলাই সন্ত্রাসবাদ’-এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানোর ষড়যন্ত্রে জড়িত।

বিবৃতিটি বুধবার (২৬ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের অফিসিয়াল ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ প্রকাশ করা হয়।

ভিডিওতে মাসুদা ভাট্টি আরও দাবি করেন, জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের পর ‘মানবিক করিডোর’-এর ছদ্মাবরণে রাখাইন রাজ্যে অস্ত্র পাঠানোর একটি প্রকল্প শুরু হয়। এছাড়া তিনি মিথ্যাভাবে জাতিসংঘের বাংলাদেশে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের বরাত দিয়ে দাবি করেন, ‘কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলেও, যদি জনগণ অংশ নেয়, তাহলে নির্বাচন বৈধ হবে।’

প্রেস উইংয়ের বিবৃতিতে আরও বলা হয়, ভাট্টির দাবির পক্ষে কোনো প্রমাণ নেই এবং তার ভিডিওর একটি ছবিও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ওই ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, এটি বাংলাদেশ দিয়ে জাতিসংঘের অস্ত্র পরিবহন নয়, বরং শাটারকক-এ আপলোড করা একটি ছবি, যার ক্যাপশন ছিল: ‘ফিলিস্তিনি ট্রাকে করে মানবিক সহায়তা কেরেম শালোম সীমান্ত দিয়ে দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরে প্রবেশ করছে, ৪ ফেব্রুয়ারি ২০২৫’।

বিবৃতিতে জানানো হয়, মাসুদা ভাট্টির জাতিসংঘ সমর্থিত রাখাইনের ‘করিডোর’ সংক্রান্ত দাবি ইতোমধ্যে খণ্ডন করা হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস এ ধরনের গুজবকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে আখ্যা দিয়েছেন। প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ২০২৫ সালের মার্চ মাসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা সফরে এসে মানবিক সহায়তার একটি চ্যানেলের প্রস্তাব দিলেও, তা কোনো পর্যায়ে বাস্তবায়নের পথে এগোয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘জাতিসংঘ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে কোনো ষড়যন্ত্র করছে—এ ধরনের অভিযোগ শুধু ভিত্তিহীন নয়, বরং বাংলাদেশের লাখো মানুষের প্রতি অসম্মানজনক, যারা নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে।’

প্রেস উইংয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘জুলাই আন্দোলন’ কোনো বিদেশি শক্তি দ্বারা প্ররোচিত নয়, বরং এটি ছিল স্বৈরতান্ত্রিক শাসন ও রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান। বিবৃতিতে আরও বলা হয়, গোয়েন লুইসের বক্তব্য বিকৃত করে উপস্থাপন করাও বিভ্রান্তিকর।

অপরদিকে, মাসুদা ভাট্টির জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বাতিল হওয়ার দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো প্রমাণ বা অফিসিয়াল বিবৃতি নেই।

বিবৃতিতে শেষে জানানো হয়, ‘মাসুদা ভাট্টি এবং তার মতো কিছু মতাদর্শিক প্রপাগান্ডাকারী ইউটিউবসহ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো, ঘৃণা উসকে দেওয়া ও বিভ্রান্তি তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।’

উল্লেখ্য, মাসুদা ভাট্টিকে আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু গুরুতর অসদাচরণের প্রমাণ পাওয়ায় ২০২৫ সালের ২১ জানুয়ারি তাকে পদ থেকে অপসারণ করা হয়। সূত্র- বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ভাষা পরিবর্তন করুন »