• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

কর্ণফুলী পেপার মিলসে কাগজ উৎপাদন ক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: শিল্প উপদেষ্টা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি / / ২৩ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের কাগজ উৎপাদন ক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার, কারখানাটি আবারও পুরোদমে উৎপাদনে থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

উপদেষ্টা গতকাল শুক্রবার রাঙামাটি কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস লিমিটেড অতিথি ভবনের সম্মেলন কক্ষে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কেপিএমএল এর কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই সব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশে প্রচুর পরিমাণ কাগজ প্রয়োজন, বিদেশ থেকে কাগজ আমদানি না করে দেশে উৎপাদন বাড়াতে হবে। আজকে আমরা সরাসরি পরিদর্শনে এসেছি মিলের উন্নয়ন এর কার্যক্রম দ্রুত শুরু করা হবে। বিদেশি ক্যামিকেল এর উপর নির্ভর না করে দেশে কাঁচামাল দিয়ে উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে।

মতবিনিময় সভায় শিল্প মন্ত্রনালয়ের সচিব ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মো: ফজলুর রহমান, কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙামাটি পুলিশ সুপার ড: এস এম ফরহাদ হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন, কেপিএম সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাক সহ কেপিএম এর সকল বিভাগীয় প্রধান এবং সিবিএ নেতৃবৃন্দসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় শেষে উপদেষ্টা কেপিএম কারখানা পরিদর্শন করেন এবং কারখানায় বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ভাষা পরিবর্তন করুন »