উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে কুমিল্লা জেলার হোমনা থানার বড় ঘাগুটিয়া মাহমুদার নিজ বাড়িতে শয়ন কক্ষে বিছানার উপর মাহমুদাসহ তার শিশু সাহাদ (৯) ও তার ফুফাতো ভাশুরের মেয়ে তিশা (১৫) দের গলায় ফাঁসের দাগ এবং সকলের মাথায় কাঠের আঘাতের চিহ্নসহ মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় মৃত মাহমুদার পিতা বাদী হয়ে হোমনা থানায় এজাহার দায়ের করেন।
এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান।