• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ড. ইউনূস চাইলে আ. লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন: রাশেদ খান ড. ইউনূসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসউদের ট্রাম্পের শান্তি প্রস্তাবে গুতেরেসের সমর্থন, সব পক্ষকে অঙ্গীকারের আহ্বান প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতিসংঘে রোহিঙ্গা সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদল দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি গণভোট’ই সমাধান হতে পারে: শেখ মোস্তাফিজুর রহমান কণ্ঠশিল্পী রাকা পপি নিয়ে এলেন দূর্গা পূজোর দুইটি গানের মিউজিক ভিডিও ঠাকুরগাঁওয়ে ভূমিদস্যুতার অভিযোগে সংখ্যালঘুদের মানববন্ধন ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগ্রহ সহায়ের উদ্যোগে পাঁচ টাকায় পুজার বাজার কর্মসূচি মুরাদনগরে দেড় লাখ টাকার চায়না জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ” শান্তির পক্ষে আমরা,কল্যাণের পথেই বিএনপি” শারদীয় দুর্গোৎসব উদ্ধোধনী অনুষ্ঠানে ইসরাফিল খসরু

চট্টগ্রাম বিভাগীয় সিরিজ দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন সাকলাইন,রানার্স আপ – সেরা নুসরাত

ক্রিড়া প্রতিবেদক / / ৩৭ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

৪ঠা সেপ্টেম্বর বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় সিরিজ ইন্টারন্যাশনাল দাবা টুর্নামেন্টে-২০২৫ এ ফিদে মাষ্টার সাকলাইন সাজিদ অপরাজিত চ্যাম্পিয়ান হয়েছে।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার বাংলাদেশ (এসিপিবি) যৌথ আয়োজনে, ৮ রাউন্ডের ম্যাচে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ঢাকার সাকলাইন সাজিদ।

তিনি শেষ খেলায় তানভীর আলমকে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করেছে।.সমান খেলায় ৬.৫ পয়েন্ট নিয়ে ট্রাইবেকের মাধ্যমে গোলাম মুস্তফা রানার্স আপ ট্রফি ও প্রাইজমানি জিতেন।

তুষিন তালুকদার ৩য়, মঞ্জুর আলম ৪র্থ,সোহেল চৌধুরী ৫ম, একই পদ্ধতিতে ৬ পয়েন্ট পেয়ে তানভীর আলম ৬ষ্ট,আহমেদ ফিরোজ ৭ম,দেলোয়ার হোসেন ৮ম, শাহিনুর হক ৯ম, শেখ খায়রুল ইসলাম ১০ম অর্জন করে পুরস্কার জিতেছেন।

এছাড়া চট্টগ্রাম বিভাগের সেরা খেলোয়াড় হয়েছেন ফিদে মাষ্টার আবদুল মালেক,মহিলা বিভাগে কুমিল্লার নুসরাত জাহান আলো ও অনুর্ধ ১৪ বিভাগে সৈয়দ শফিউল মুসনাবিন সেরা খেলোয়াড় পুরস্কার লাভ করেছেন ।

গত বুধবার জেলা ক্রীড়া সংস্থার কনভেনশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার পুরষ্কার বিতরনী করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন,সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী সভাপতিত্বে এবং দাবা কমিটির সম্পাদক প্রকৌ:এস এম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর,এসোসিয়েশন অব চেজ প্লেয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সভাপতিএনায়েত হোসেন।

এতে আরো উপস্থিত ছিলেন সিসিপিএ সভাপতি শহীদুর রহমান, ক্রীড়া সংগঠক রাকিব উল ইসলাম সাচ্চু, সৈয়দ আবদুল আহাদ, মহসিন জামাল পাপ্পু, নুরুল আমিন ও মহিলা সদস্য তানজিলা তুর নুর।
টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে ১৩৮০০০.০০ ( এক লক্ষ আটত্রিশ হাজার) নগদ অর্থ ট্রফি পুরষ্কার হিসেবে দেওয়া হয়।

বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কতৃক অনুমোদিত ইন্টারন্যাশনাল রেটিং দাবা টুর্নামেন্টে সারাদেশের ১১৪জন দাবাড়ু অংশগ্রহণ করেছিল বলে জানিয়েছেন টুর্নামেন্টের চীফ অরবিটার প্রকৌশলী এস এম তারেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ভাষা পরিবর্তন করুন »