• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ড. ইউনূস চাইলে আ. লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন: রাশেদ খান ড. ইউনূসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসউদের ট্রাম্পের শান্তি প্রস্তাবে গুতেরেসের সমর্থন, সব পক্ষকে অঙ্গীকারের আহ্বান প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতিসংঘে রোহিঙ্গা সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদল দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি গণভোট’ই সমাধান হতে পারে: শেখ মোস্তাফিজুর রহমান কণ্ঠশিল্পী রাকা পপি নিয়ে এলেন দূর্গা পূজোর দুইটি গানের মিউজিক ভিডিও ঠাকুরগাঁওয়ে ভূমিদস্যুতার অভিযোগে সংখ্যালঘুদের মানববন্ধন ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগ্রহ সহায়ের উদ্যোগে পাঁচ টাকায় পুজার বাজার কর্মসূচি মুরাদনগরে দেড় লাখ টাকার চায়না জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ” শান্তির পক্ষে আমরা,কল্যাণের পথেই বিএনপি” শারদীয় দুর্গোৎসব উদ্ধোধনী অনুষ্ঠানে ইসরাফিল খসরু

দেশে ফিরেছেন নাইকা শাবানা

অনলাইন ডেস্ক / / ৫১ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বাংলা চলচ্চিত্রের এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা শাবানা দেশে ফিরেছেন। গেল দুইদশক ধরে প্রবাসী জীবনযাপন করছেন তিনি। মাঝে মাঝে সুযোগ পেলেই দেশে আসেন। বেশ কয়েকদিন আগে দেশে ফিরলেও অনেকটাই অন্তরালে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী।

এর আগে শাবানা দেশে এসেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। সেসময় তিনি জানিয়েছিলেন, সুযোগ হলে কিছু সিনেমায় কাজ করবেন। স্বামী ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন তিনি অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনা করবেন।

কিন্তু সে সময় তারা বিফল মনোরথেই যুক্তরাষ্ট্রে ফিরে যান। সম্প্রতি ৯ আগস্ট আবার দেশে ফিরেছেন শাবানা। উঠেছেন রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়িতে। শাবানার না থাকলে এই বাড়ি খালিই থাকে।

২০২০ সালের আগে শাবানা এসেছিলেন ২০১৭ সালে। স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে প্রায়ই দেশে আসা হয় শাবানার।

শাবানার অভিনয়ের শুরুটা সেই ষাটের দশকের শুরুতে ‘নতুন সুর’ ছবিতে। এহতেশাম পরিচালিত সেই ছবিতে অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে। এরপর বছর পাঁচেক পর নায়িকা হিসেবে তাঁর অভিষেক হয় ‘চকোরী’ ছবিতে, যেটিতে তাঁর নায়ক ছিলেন নাদিম।

দেশান্তরি হওয়ার হিসাবে ২৫ বছর ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী শাবানা। অভিনয়জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় তিনি হুট করেই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। ২৫ বছর ধরে স্বামী, সন্তান, নাতি-নাতনি নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে থাকছেন। একটা নির্দিষ্ট সময় পর বাংলাদেশে এলেও গত গত ৫ বছরে আসা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ভাষা পরিবর্তন করুন »