আজ ২৫ জুন মঙ্গলবার দুপুরে তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি করের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন,সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার,কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আজিজুস সামাদ ডন,সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি নুরুল হুদা মুকুট,সাধারণ সম্পাদক নোমান বকত পলিন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য শেষ বন্যায় প্লাবিত হয়ে তাহিরপুর উপজেলা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি।