• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় র‍‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ আটক ০২ পাবনার ভাঙ্গুড়ায় ডিবি পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার জাতীয় পর্যায়ে তারুণ্যের উৎসব ২০২৫ ইয়ুথ দাবা টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগীয় দলের ব্যাপক সাফল্য অর্জন জুলুম নির্যাতন ও অত্যাচর অবসান করতে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান গত ২-৩ দিনে নগরীর বিভিন্ন থানা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ৪০ (চল্লিশ) জন কে আটক করেছে পুলিশ হাসিনা ভেবেছিলেন তাকে নড়াবার কেউ নেই: ফয়জুল করীম খুনিদের ছাড় নেই: সারজিস আলম জাহাংগীর টাওয়ারে রেস্টুরেন্টে আগুন আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জাতীয় নাগরিক কমিটি ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সংস্কারের ট্যাবলেট কাজে আসবে না: সাইফুল হক

প্রতিবন্ধী নেছারের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

এম এ এইচ শাহীন নিজস্ব প্রতিবেদক / / / ৪৫ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল
ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা বৃহত্তর দলইরগাঁও পূর্ব পাড়ার মৃত কুতুবউদ্দিন এর ছেলে নেছার আহমদ (৩৭) ২০০৪ ইং সালে তেলিখাল বাজারের সামনের সড়কে গাড়ি দূর্ঘটনায় গুরুতর আহত হন।

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁর ডান উড়ুতে পাত বসিয়ে অপারেশন করা হয়।এতে তাঁর ডান পা ছোট হওয়ায় সে চলতে ফিরতে কষ্ট হয় সে কোন ভারী কাজকর্ম
করতে পারে না ।

তাঁর পরিবারে ১ ছেলে ২ মেয়ে স্ত্রী সহ ৫ জনের ভরণপোষণের জন্য জীবন সংগ্রামের লড়াই করছে। ও ৩ বেলার খাবার যোগাতে হিমশিম খেতে হচ্ছে।কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে কর্মক্ষমতা না থাকায় প্রতিবন্ধী হিসেবে ভাতা-ভোগী সে।

নেছার আহমদ.আলোচিত গণমাধ্যম “সংবাদ টিভি” কে জানান, প্রতি মাসে তার ৫ হাজার টাকা লাগে, দু বেলা ঔষধ খেতে। এলাকার জনপ্রতিনিধি ধনাঢ্য মানুষদের আর্থিক সহায়তায় তার চিকিৎসা করে ইতোমধ্যে নিঃস্ব হয়ে গেছে। নিয়মিত ঔষধ খেতে পারছেন না
অভাবের কারণে। আঘাত প্রাপ্ত স্হানে প্রায়ই ফুলে গিয়ে প্রচন্ড রকম ব্যাথায় ও পূজ পরে ঘায়ের সৃষ্টি হয়।

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকের
শরণাপন্ন হলে তিনি বলেছেন তার সুচিকিৎসার জন্য প্রায় লক্ষাধিক টাকার প্রয়োজন,নয় তো তার পা কেটে ফেলতে হবে। এনিয়ে প্রায়ই দুশ্চিন্তায় ভোগতে হচ্ছে তাঁকে।

উল্লেখ্য-যে: সহযোগিতার জন্য নেছার আহমদের (পার্সোনাল বিকাশ ও নগদ) নাম্বারটি দেয়া হল 01316-546261
সবমিলিয়ে পারিবারিক অবস্থা ভালো না থাকায় সে দেশ ও প্রবাসীদের মানবিক ও সাহায্য প্রত্যাশী।

“আসুন আর্ত মানবতার সেবায় এগিয়ে আসি প্রতিবন্ধী
নেছার আহমদের পরিবার ও তাঁর মুখে ফোটাই হাসি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ভাষা পরিবর্তন করুন »