ঠাকুরগাঁওয়ে এক সংখ্যালঘু সম্প্রদায়ের পৈত্রিক জমি জোর করে দখলের চেষ্টা করছে জনৈক প্রভাবশালী। লিখিত অভিযোগে জানা গেছে, ঠাকুরগাঁও পৌরসভার হাজিপাড়া এলাকার জনৈক সুবর্ণ পালিতের পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে ভূমিদস্যুতায় লিপ্ত রয়েছেন কয়েকজন প্রভাবশালী।
ঠাকুরগাঁও বাজারপাড়া এলাকার মৃত কেরু পালিতের সন্তান সুবর্ণ পালিত আজ ৩০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় স্থানীয় ডিসি অফিস চত্বরে পরিবার পরিজন নিয়ে এক মানববন্ধন কর্মসূচিতে হাজির হয়ে অভিযোগ করেছেন যে ঠাকুরগাঁও পৌরসভার ১০ নং ওয়ার্ডের জনৈক প্রভাবশালী ফরিদ ও রাণীশংকৈল উপজেলার রোফ চেয়ারম্যান গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় দুইটি মিনিবাসে লোক বোঝাই করে নিয়ে এসে হাজিপাড়া এলাকায় তাঁর পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালায়।অভিযুক্তরা সুবর্ণ পালিতের বৈদ্যুতিক মিটার, টিউবওয়েল খুলে নেয়। খবর পেয়ে সুবর্ণ পালিত ঐ জমির কাছাকাছি গেলে তাঁর উপর আক্রমনের চেষ্টা চালায়। পরে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে ভূমিদস্যুদের ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে অভিযোগ করতে থানায় গেলে সদর থানার ওসি কোন অভিযোগ না নিয়ে উল্টা সুবর্ণকে জমিতে যেতে নিষেধ করে। পরে সুবর্ণ পালিত কোর্টে মামলা করে।
এ বিষয়ে প্রতিপক্ষ আব্দুর রোগের সাথে টেলিফোনে যোগাযোগ করে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, জমিটা নিয়ে আদালতে মামলা দায়ের করেছি সম্প্রতি।তিনি মামলা করার পর কেন জোর করে জমিতে গেলেন এ প্রশ্ন শোনার পর তিনি কলটি কেটে দেন।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ার আলম বলেন, বিরোধীয় সম্পত্তিতে যেতে দু’পক্ষকেই নিষেধ করে আদালতে যেতে বলেছি। উল্লেখ্য ঠাকুরগাঁও শহরের একসময়ের প্রাচীন ফনি পালিতের পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টার বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সংখ্যালঘু এই পরিবারের সম্পত্তি দখলের চেষ্টার বিষয়টি নিয়ে সনাতনী সম্প্রদায়ের মানুষদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে।