পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে মজিরন খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি পাবনার ফরিদপুর উপজেলা র চিতুলিয়া কান্দাপাড়া গ্রামের নায়েব আলীর স্ত্রী।
১২ মার্চ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাঙ্গুড়া রেলগেটের পশ্চিমের তেতলতলায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা এবং রেলের চাবিম্যানের সাথে কথা বলে জানা যায়, সকালে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেন আসছিলো। এমন সময় ভাঙ্গুড়া রেলগেট থেকে রেললাইনের উপর দিয়ে পায়ে হেঁটে মহিলাটিও আসছিলো। হঠাৎ ট্রেনের নিচে কাটা পরেন তিনি। পা দুটি বিছিন্ন হয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে সিরাজগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দুলাল উদ্দিন কে বিষয়টি অবহিত করা হয়।
ওসি মোঃ দুলাল উদ্দিন বলেন, ৭.৩০ থেকে ৭.৪৫ সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পরে ওই নারী নিহত হন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।